Wellcome to National Portal
Main Comtent Skiped
Poultry and other animal excrement, excreta and pulse dung shall not be used in fisheries; At the time of sale, the use of various harmful gels or dyes in fish and shrimps must be avoided; Prohibited use of growth hormones in fish farming should be avoided. "Such activities are totally prohibited and punishable by the Fisheries Act".

list of Services

১. নাগরিক সেবা

  • উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি সম্পর্কীত পরামর্শ প্রদান;
  • মৎস্যচাষ বিষয়ক পুস্তক, পুস্তিকা, খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রি, ম্যানুয়েল ইত্যাদি বিতরণ;
  • নিরাপদ মাছ ও চিংড়ি উৎপাদনের লক্ষ্যে উত্তম মৎস্যচাষ অনুশীলন ও এর প্রসারে সার্বিক সহায়তা প্রদান;
  • মৎস্য ও মৎস্যজাত দ্রব্য আমদানি ও রপ্তানি সংক্রান্ত লাইসেন্স গ্রহণে সহায়তা প্রদান এবং
  • বিভাগীয় মৎস্য সম্পদ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান।


২. প্রাতিষ্ঠানিক সেবা

  • সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার ও মিনি হ্যাচারিসমূহের বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান;
  • বিল নার্সারি, অভয়াশ্রম ও পোনা অবমুক্তির কার্যক্রম বাস্তবায়ন ও প্রভাব নিরূপণে সহায়তা প্রদান;
  • বাণিজ্যিক অডিট, সিভিল অডিট ও বৈদেশিক সাহায্যপুষ্ট অডিট প্রতিবেদনে উত্থাপিত অডিট আপত্তি ও নিষ্পত্তির হিসাবভুক্তিকরণ;
  • বিভাগীয় উপপরিচালকের আওতাধীন সমাপ্ত ও চলমান প্রকল্প এবং সকল পর্যায়ের দপ্তরের ব্রডশিট জবাব প্রক্রিয়াকরণপূর্বক অধিদপ্তরে প্রেরণ;
  • ক্রমপুঞ্জিভূত অনিষ্পন্ন সাধারণ, অগ্রিম (SFI) ও খসড়া (ডিপি) অনুচ্ছেদের অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে দ্বি /ত্রিপক্ষীয় সভার কার্যপত্র সংগ্রহপূর্বক কার্যক্রম গ্রহণ এবং
  • সকল খাতে বরাদ্দ প্রস্তাব তৈরি ও প্রেরণ।


৩. অভ্যন্তরীণ সেবা

  • কর্মকর্তা/কর্মচারীগণের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণে সহায়তা প্রদান;
  • কর্মকর্তা/কর্মচারীগণের চাকরি নিয়মিতকরণ ও স্থায়ীকরণে সহায়তা প্রদান;
  • কর্মকর্তা/কর্মচারীদের বদলি, ছুটি, পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা করা;
  • কর্মকর্তা/কর্মচারীগণের লামগ্রান্ট ও পেনশন মঞ্জুরির প্রয়োজনীয় ব্যবস্থা করা;
  • জিপিএফ অগ্রিম মঞ্জুরির প্রয়োজনীয় ব্যবস্থা করা;
  • বহিঃবাংলাদেশ গমনে পাসপোর্ট প্রাপ্তির জন্য অনাপত্তিপত্র (NOC) প্রদানের ব্যবস্থা করা;
  • আওতাধীন দপ্তরসমূহের ওয়েবপোর্টাল হালনাগকরণে সহায়তা প্রদান;
  • উপপরিচালকের দপ্তরের কর্মচারীদের বার্ষিক বর্ধিত বেতন প্রদান;
  • শৃঙ্খলাজনিত কার্যক্রম বাস্তবায়নের ব্যবস্থা করা এবং
  • বিভাগীয় উপপরিচালকের দপ্তরের অবসরগামী কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন কর্মস্থলের কর্মসময়ের অডিট আপত্তি ও নিষ্পত্তির নিরীক্ষা সংক্রান্ত প্রাপ্তির নিমিত্ত কার্যক্রম গ্রহণ।